বাংলাদেশের ১৬ কোটি মানুষের জন্য স্বাস্থ্য খাতে বাজেটের প্রায় ৯০% এরও অধিক অর্থ ব্যয় হয় শহর এলাকায় প্রতিষ্ঠিত স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান সমূহের জন্য। যেখানে মোট জনসংখ্যার ২০% এরও কম লোক বসবাস করে। বেসরকারী খাতের মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, সরকারী পোষ্টগ্রাজুয়েড মেডিকেল ইনিষ্টিটিউট এবং বেসরকারী অনেক পোষ্টগ্রাজুয়েড ইনিষ্টটিউট এর সবগুলোই শহর এলাকায় প্রতিষ্ঠিত। সারাদেশে বিদ্যমান এম.বি.বি.এস ডাক্তারদের প্রায় সবাই শহরে অবস্থান/প্রাক্টিস করছেন।ইউনিয়ন পর্যায়ে প্রতিষ্ঠিত উইনিয়ন স্বাস্থ্য-উপকেন্দ্র গুলোতে এম.বি.বিিএস ডাক্তার নিয়োগ প্রদান করা হলেও বাস্তবে তাঁরা গ্রামাঞ্চলে থাকছেন না- থাকছেন শহরে।ফলে দেশের বিশাল জনগোষ্ঠি ( জনসংখ্যার ৮০% ) স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত থেকে যাচ্ছে।বর্ণিত বিষয় সমূহ বিবেচনায় রেখে দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামবাসীদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষে মেডিকেল এসিস্টেন্ট তৈরির লক্ষে মেডিকেলএসিস্টেন্ট ট্রেনিং স্কুল ( ম্যাট্ স) গুলো স্থাপন করা হয়েছে।
First Private MATS of Bangladesh
01713-644945 umatsoffice@gmail.com