ম্যাট্স কোর্সে ভর্তি প্রক্রিয়া
- প্রার্থীকে অবশ্যই ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯ অথবা ২০২০ ইং সালের মধ্যে এস.এস.সি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে (জীব বিজ্ঞানসহ ) নূন্যতম জি.পি.এ-২.৫০ পেয়ে উর্ত্তর্ণ হতে হবে।
- প্রার্থীকে অবশ্যই সরকারী আই.এইচ.টি / ম্যাটস কোর্সের ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করে নূন্যতম ২৫ পেতে হবে।
- সরকারী আই.এইচ.টি / ম্যাট্স কোর্সের ভর্তি পরীক্ষায় ২৫ এর নিচে নম্বর পেলে যে কোন বেসরকারী ম্যট্স এ ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে।
ম্যাট্স কোর্সে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজ পত্র
- সরকারী আই.এইচ.টি / ম্যাট্স ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র এবং নম্বর পত্র।
- এস.এ.সি এর মূল সনদ পত্র এবং মূল নম্বর পত্র।
- এস.এ.সি এর প্রশংসা পত্রের ফটোকপি ২টি।
- জন্ম নিবন্ধনের ফটোকপি ২টি।
- পাসপোর্ট আকারের ছবি ৪টি।
অথবা ভর্তি সম্পর্কিত যে কোন তথ্যের জন্য কল করুন : ০১৭১৩৬৪৪৯৪৫