MATS/IHT Admission Procedure 2019-2020 (Private) আই.এইচ.টি/ম্যাট্স ভর্তি প্রক্রিয়া ২০১৯-২০২০

August 11, 2020

বর্তমানে ম্যাট্স কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রার্থীকে অবশ্যই সরকারী আই.এইচ.টি অথবা ম্যাটস কোর্সের ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করে নূন্যতম ২৫ পেতে হবে।

সরকারী আই.এইচ.টি / ম্যাট্স  কোর্সের ভর্তি পরীক্ষায় ২৫ এর নিচে নম্বর পেলে  অথবা আই.এইচ.টি  / ম্যাটস কোর্সের ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন না করলে কোন প্রার্থী বেসরকারী ম্যাট্স বা আই,এইচ,টি তে ভর্তি হতে পারবে না।সরকারী বা বেসরকারী ম্যাট্স বা আই,এইচ,টি তে ভর্তির হওয়ার জন্য প্রার্থীকে অবশ্যই বর্তমান পাসিং এয়ার থেকে বিগত ৫ বেছরের মধ্যে বিজ্ঞান বিভিাগ হতে (জীব বিজ্ঞানসহ)  এস.এ.সি/সমমান পরীক্ষায়  নূন্যতম জি.পি.এ-২.৫০ পেয়ে উত্তীর্ন  হতে হবে।

অর্থাৎ প্রার্থী যদি ২০২০-২০২১ইং সেশান এ ম্যাট্স বা আই,এইচ,টি তে ভর্তি হতে চায় তাহলে তাকে অবশ্যই ২০২০,২০১৯, ২০১৮, ২০১৭, ২০১৬ইং এই ৫ বছরের মধ্যে এস.এস.সি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে (জীব বিজ্ঞানসহ ) নূন্যতম জি.পি.এ-২.৫০ পেয়ে উর্ত্তর্ণ হতে হবে।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে পাশকৃত ছাত্র/ছাত্রীরা ভর্তি হতে পারবে।

সরকারী নীতিমালা পরিবর্তন সাপেক্ষে ভর্তির নীতিমালা পরিবর্তন হতে পারে।

বিস্তারিত জানতে কল করুন : 01713644945

Emergency Contact

Sat-Thu 09.00-06.00 Sat-Thu 09.00-06.00
Eligance House-107, Housing Road, Sopora, Upashar Ward 15, Boalia, Rajshahi
Translate »