মেডিকেল এ্যাসিসটেন্ট এবং মেডিকেল টেকনোলজিস্টগণের বাংলাদেশে স্বাস্থ্য সেবা কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় দুটো অংশ শিক্ষা এবং জনবল। আমাদের দেশে সকল পর্যায়ে তাদের উপস্থিতি ও সেবা প্রদান অপরিহার্য ও মূল্যবান। সাধারণ জনগোষ্ঠীর চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে মেডিকেল এ্যাসিসটেন্ট এবং সকল প্রযুক্তিগত রোগ নির্ণয় ও সেবা প্রদান কৌশলে টেকনোলজিস্টদের ভুমিকা সর্বজন বিদিত। তাই এ দুটো ক্ষেত্রে প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তির চাহিদা ও অত্যন্ত বেশি।
কিন্তু সে তুলনায় এদের সংখ্যা খুবই অপ্রতুল। সেই উদ্দেশ্যে এই প্রয়োজনীয় স্বাস্থ্য জনবল তৈরির ব্রত নিয়ে পরিচালিত হচ্ছে উদয়ন মেডিকেল এ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল।
প্রতিষ্ঠানগুলোর লক্ষ্য হচ্ছে যোগ্য এবং মানবতাবাদী একদল স্বাস্থ্যকর্মী বাহিনী গড়ে তোলা যারা মানুষের এবং দেশের জন্য কাজ করবে এবং সেই সাথে নিজেরা স্বাবলম্বী হবে।