এতদ্বারা ২০১৯-২০২০ইং সেশনে নার্সিং এ ভর্তি ইচ্ছুক সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০১৯-২০২০ইং সেশনে নার্সিং ভর্তি পরীক্ষার নীতিমালায় যে সকল পরিবর্তন আনা হয়েছে সেসকল তথ্যাদি আপনাদের সুবিদার্থে নিম্নে তুলে ধরা হল।
১. আবেদন কারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
২. প্রার্থীকে ২০১৮ ও ২০১৯ইং সালে এইচ.এস.সি এবং ২০১৬ ও ২০১৭ইং সালে এস.এস.সি পাশ হতে হবে।
৩. ব্যাচেলর অব সাইন্স ইন নার্সিং ( বিএসসি ইন নার্সিং ) : বিজ্ঞান বিভাগে এস.এস.সি. ও এইচ.এস.সি.বা সমমানের দুটি পরীক্ষায় মোট জিপিএ 7.00 থাকতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ (গ্রেড পয়েন্ট এভারেজ ) 3.00 এবং কম হবে না এবং উভয় পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ 3.00 থাকতে হবে।
৪. ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফেরি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফেরি যে কোন বিভাগ হতে এস.এস.সি. ও এইচ.এস.সি.বা সমামান দুটি পরীক্ষায় মোট জিপিএ (গ্রেড পয়েন্ট এভারেজ) 6.00 থাকতে হবে। তবে কোন একটি পরীক্ষায় জিপিএ (গ্রেড পয়েন্ট এভারেজ) ২.50এর কম হবে না। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে কেবলমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
বিস্তারিত ০১৭১৩৬৪৪৯৪৫